চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী গ্রামে পূর্ব শত্রুতার জেরে আপন দুই ভাইকে প্রতিপক্ষ কুপিয়ে হত্যা করেছে, এমন অভিযোগ উঠেছে।
নিহতরা হলেন- উথলী গ্রামের বড় মসজিদপাড়ার মৃত ক্ষুদে মন্ডলের দুই ছেলে মিন্টা মিয়া (৬০) ও হামজা আলী (৪৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৮টার দিকে মিন্টা ও হামজা গ্রামের ৭২ নম্বর ব্রিজ মাঠে কৃষিকাজ করতে গেলে প্রতিপক্ষের ৮ থেকে ১০ জনের একটি দল দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালায়।
রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় হামজার মৃত্যু হয় এবং কিছুক্ষণ পর মারা যান মিন্টাও। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জীবননগর থানার ওসি মো. মামুন হোসেন বিশ্বাস জানান, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। হত্যাকাণ্ডের পেছনের কারণ উদঘাটনে তদন্ত চলছে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন