গাজীপুরের কালিয়াকৈরে শিয়ালের কামড়ে শিশুসহ চারজন আহত হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার চন্দ্রা জ্ঞানভান্ডার এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- জ্ঞানভান্ডার এলাকার মিন্টু মিয়ার ছেলে লাবিব (২ মাস), ডাইনকিনি এলাকার মজনু মিয়ার ছেলে আহসান হাবিব (৩), হরতকিতলা এলাকার পরমানিকের ছেলে মনির হোসেন (৩২) এবং ডাইনকিনি এলাকার মেহেদীর ছেলে সিদরাতুল মোনতাহার (২০ মাস)।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার চন্দ্রা জ্ঞানভান্ডার এলাকার একটি পুরাতন ভাঙ্গারির দোকানের সামনে প্রথমে শিয়ালের কামড়ে এক যুবক আহত হন। এরপর শিয়ালটি পাশের এক বাড়ির কক্ষে ঢুকে বিছানায় শুয়ে থাকা এক শিশুর ঘাড়ে কামড় দেয়। এ সময় আরও দুজনকে শরীরের বিভিন্ন স্থানে কামড়ে আহত করে।
তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ঘটনাস্থলেই শিয়ালটিকে মেরে ফেলে। পরে আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এর মধ্যে আশঙ্কাজনক শিশুটিকে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল অফিসার কুমার বনিক বলেন, ‘শিয়ালের কামড়ে আহত চারজনকে চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে। এর মধ্যে এক শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন