রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৫, ০৪:৩১ পিএম

সাগর-রুনি হত্যার বিচার যেকোনো মূল্যে হতে হবে: কাদের গনি

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৫, ০৪:৩১ পিএম

বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী। ছবি- রূপালী বাংলাদেশ

বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী। ছবি- রূপালী বাংলাদেশ

গণমাধ্যম ও সাংবাদিকদের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী। তিনি বলেন, ‘সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার যেকোনো মূল্যে হতে হবে। অন্যথায় এই সরকারকে ব্যর্থতার অপবাদ মাথায় নিয়ে বিদায় নিতে হবে।’

রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুর প্রেসক্লাবের তত্ত্বাবধায়কমণ্ডলীর দায়িত্ব গ্রহণ উপলক্ষে ‘চব্বিশ পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাদের গনি চৌধুরী আরও বলেন, ‘সরকার এখনো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করেনি। জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক বন্দোবস্তের কালে আগের গণমাধ্যম-বিরোধী আইন কোনোভাবেই চলতে পারে না।’

অনুষ্ঠানে আলোচকরা প্রেসক্লাবে নতুন যোগ্য সাংবাদিকদের সদস্যপদ দেওয়ার প্রক্রিয়া, হলুদ সাংবাদিকতা দূরীকরণ এবং সাংবাদিকদের মানোন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর প্রেসক্লাবের আহ্বায়ক ও জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক খন্দকার গোলাম সরওয়ার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান।

বিশেষ অতিথি ছিলেন গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সফিকুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাজহারুল ইসলাম মাসুম। আলোচনায় আরও অংশ নেন তত্ত্বাবধায়কমণ্ডলীর সদস্য দেলোয়ার হোসেন, শাহ শামসুল হক রিপন, ফারদিন ফেরদৌসসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Link copied!