রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৫, ০৫:২২ পিএম

ডেঙ্গুতে আরও ১২ জনের মৃত্যু, নতুন ভর্তি ৭৪০

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৫, ০৫:২২ পিএম

ডেঙ্গু আক্রান্ত রোগীরা। ছবি- সংগৃহীত

ডেঙ্গু আক্রান্ত রোগীরা। ছবি- সংগৃহীত

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৪০ জন রোগী।

রোববার (২১ সেপ্টেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে এই তথ্য সংগ্রহ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নতুন আক্রান্তদের মধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩৭ জন। এ ছাড়া, বরিশাল বিভাগে ১৬৫ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলাগুলোতে ১৪৭ জন, চট্টগ্রাম বিভাগে ৭৭ জন, খুলনায় ৫২ জন, রাজশাহীতে ২৮ জন, ময়মনসিংহে ২২ জন, সিলেটে ৯ জন এবং রংপুর বিভাগে ৩ জন নতুন করে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

মৃত ১২ জনের মধ্যে নারী ও পুরুষ সমান সংখ্যক—ছয়জন করে। তাদের মধ্যে বরিশাল বিভাগের ৫ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২ জন, চট্টগ্রাম বিভাগের ১ জন এবং ময়মনসিংহ বিভাগের ১ জন রয়েছেন।

চলতি বছরের ২১ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ১৭৯ জনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১ হাজার ৮৩১ জন। তাদের মধ্যে ৩৯ হাজার ৬৩১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, বৃষ্টির পানি জমে থাকা ও আবর্জনার মধ্যে এডিস মশার বংশবৃদ্ধি হয়, তাই সচেতনতা ও পরিচ্ছন্নতার মাধ্যমে এই পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব। পাশাপাশি ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Link copied!