বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, বর্তমান প্রজন্ম নতুন চিন্তাধারা নিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণে এগিয়ে যেতে চায়। তারা আন্দোলনের পথেও সাহসিকতার পরিচয় দিয়েছে, শহীদ হয়েছে, গুম-খুনের শিকার হয়েছে, কিন্তু কখনও পিছু হটেনি।
রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের দত্তপাড়া ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ্যানি বলেন, ‘আমরা জেনারেশনের বাইরে গিয়ে কোনো চিন্তা করি না। ওরা আন্দোলন চেয়েছে, আমরাও চেয়েছি। কিন্তু সম্মুখ সারিতে ছিল ওরা। ওরাই শহীদ হয়েছে, গুমের শিকার হয়েছে, খুন হয়েছে। কোনো ছাত্র সংগঠন তাদের রাস্তায় নামায়নি, তারা নিজেরা স্বপ্রণোদিত হয়ে অভিভাবকের হাত ধরে আন্দোলনে নেমেছে।’
তিনি আরও বলেন, ‘সর্বশেষ হেলিকপ্টার থেকে গুলি চালানোর পরও তারা পিছপা হয়নি। তাদের একটি লক্ষ্য—এই বাংলাদেশকে নতুনভাবে গড়বে। রাজনৈতিক বা সামাজিক যেভাবেই বলুন না কেন, নতুন চিন্তাধারায় তারা এগিয়ে যেতে চায়।’
তারেক রহমানকে ঘিরে বর্তমান প্রজন্মের ভাবনার কথা উল্লেখ করে এ্যানি বলেন, ‘এই প্রজন্ম তারেক জিয়াকে যেমন জানে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হয়তো তেমন জানে না। অথচ তিনি ছিলেন একসময়ের জনপ্রিয় রাষ্ট্রপ্রধান।’
তিনি আরও বলেন, ‘তার জীবন, কর্মকাণ্ড, দেশপ্রেমের ইতিহাস শিক্ষার্থীরা জানলে বুঝবে—জিয়াউর রহমান, তারেক রহমান এবং খালেদা জিয়ার নেতৃত্বে কোনো বিভেদ ছিল না। তাদের নেতৃত্বে সবসময় দেশের কথা, প্রজন্মের কথা, মানুষের কথা উঠে এসেছে।’
ছাত্রদলকে উদ্দেশ করে বিএনপির এই নেতা বলেন, ‘এই জেনারেশনের অনুভূতি ধারণ করে ছাত্র সংগঠন পরিচালনা করতে হবে। তাদের মনের কথা, চাওয়া-পাওয়াকে সম্মান জানিয়ে ছাত্র রাজনীতি করতে হবে। বর্তমানে ছাত্রদল যে অবস্থানে আছে, আমি মনে করি ভবিষ্যতে তা আরও উন্নত পর্যায়ে যাবে। ভবিষ্যতের ছাত্র নেতৃত্ব কলেজ থেকেই তৈরি হবে।’
দত্তপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি এম বেল্লাল হোসেন ও সাধারণ সম্পাদক এম ইউসুফ ভূঁইয়া প্রমুখ।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন