চলচ্চিত্রাঙ্গনে বেশ কিছুদিন ধরেই আলোচনায় রয়েছে ‘হত্যা মামলার আসামি ও শেখ হাসিনার দোসর’ হিসেবে পরিচিত চিত্রনায়িকা অপু বিশ্বাস ও সমালোচিত চিত্রনায়ক জয় চৌধুরীর প্রেমের গুঞ্জন।
একসঙ্গে কাজ ও ঘনিষ্ঠ মেলামেশার কারণে এ জল্পনা আরও জোরদার হয়। অবশেষে নীরবতা ভেঙে সম্প্রতি এক সাক্ষাৎকারে এই গুঞ্জন প্রসঙ্গে মুখ খুলেছেন জয় চৌধুরী, যেখানে তিনি নিজের অবস্থান স্পষ্ট করেন।
প্রেমের গুঞ্জন প্রশ্নের উত্তরে জয় চৌধুরী বলেন, ‘এইগুলো নিয়ে আমি কথা বলতে চাই না। গুঞ্জন হতেই থাকবে, চলতেই থাকবে, মানুষ শুনতেই থাকবে। এর আগেও অন্য হিরোইনদের সঙ্গে আমার প্রেমের গুঞ্জন হয়েছে। গুঞ্জন নাই কার?’
তিনি আরও বলেন, ‘আমাদের দেশের সমস্যা হচ্ছে কাজের ক্ষেত্র কম। যে কারণে এ ধরনের গুজব বেশি ছড়ায়। এসব আমি কেয়ার করি না, যে যা খুশি বলুক, করুক।’
অপু বিশ্বাস ও জয় চৌধুরী জুটি বেঁধে রূপালি পর্দায় এসেছেন দুটি সিনেমায়। সিনেমাগুলো হচ্ছে ‘প্রেম প্রীতির বন্ধন’ ও ‘ট্র্যাপ: দ্য আনটোল্ড স্টোরি’। এ ছাড়া বেশকিছু ফটোশুটে দেখা গেছে তাদের। সেখান থেকেই তাদের ঘনিষ্ঠতা নিয়ে নানান গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে জয়ের ভাষ্য অনুযায়ী, এগুলো কেবলই গুঞ্জন, বাস্তবতার সঙ্গে যার কোনো মিল নেই।
বলা দরকার, অপু বিশ্বাস আওয়ামী লীগের সংসদ সদস্য হওয়ার জন্য বেশ দৌড়ঝাঁপ করেছিলেন। যদিও শেষ পর্যন্ত ভাগ্য সহায় হয়নি। তবে শেখ হাসিনার হয়ে নৌকার বিভিন্ন প্রচারণায় মাঠে সরব ছিলেন।
অন্যদিকে, জয় চৌধুরীকে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীর সঙ্গে এমনকি বিভিন্ন অনুষ্ঠানেও দেখা গেছে। নির্বাচনি প্রচারণা থেকে শুরু করে, বিভিন্ন সময় মুজিব কোট পরিহিত অবস্থায় আওয়ামী লীগের র্যালিসহ নানা আয়োজনে তিনি অংশগ্রহণ করেছেন। সেই জয় রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপি এবং তারেক রহমানের প্রশংসায় পঞ্চমুখ। এ নিয়েও কম সমালোচনা হয়নি।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন