গাজীপুরের শ্রীপুর উপজেলার শিমুলতলী এলাকায় বকেয়া বেতনের দাবিতে আবারও বিক্ষোভ করেছেন গার্ডেনিয়া ওয়্যার লিমিটেডের শ্রমিকেরা।
শনিবার (৪ অক্টোবর) সকাল ৮টা থেকে তারা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে শিল্প পুলিশের হস্তক্ষেপে সকাল দশটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর আগস্ট মাসের বকেয়া বেতন পরিশোধের কথা থাকলেও কর্তৃপক্ষ তা না করে হঠাৎ ছুটি ঘোষণা করে। এরপর একাধিকবার বেতন পরিশোধের নতুন তারিখ দেওয়া হলেও প্রতিবারই তা স্থগিত করা হয়। সর্বশেষ ৩০ সেপ্টেম্বর বেতন দেওয়ার কথা থাকলেও ওই দিনও তা হয়নি। পরে ৪ অক্টোবরের নতুন তারিখ ঘোষণা করা হয়।
আজ সকালে পূর্বঘোষিত তারিখে শ্রমিকেরা কারখানায় এসে দেখেন, গেটে নতুন একটি নোটিশ ঝুলানো। সেখানে জানানো হয়, আগামী ৭ অক্টোবর বেতন পরিশোধ করা হবে এবং ৮ অক্টোবর থেকে কারখানা চালু করা হবে। এ ঘোষণায় ক্ষুব্ধ হয়ে শ্রমিকেরা আবারও বিক্ষোভে নামেন।
শ্রমিক আবদুল মোতালিব বলেন, আমরা দীর্ঘদিন ধরে বেতন না পেয়ে কষ্টে আছি। কর্তৃপক্ষ একের পর এক মিথ্যা আশ্বাস দিচ্ছে, কিন্তু টাকার দেখা পাচ্ছি না।
আরেকজন শ্রমিক আল-আমিন বলেন, প্রশাসনের হস্তক্ষেপে শুনেছি দ্রুত বেতন পরিশোধ করা হবে। তাই আপাতত আমরা ঘরে ফিরেছি।
এ বিষয়ে কারখানার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা কোনো মন্তব্য করতে রাজি হননি।
শিল্প পুলিশের শ্রীপুর সাবজোন ইনচার্জ আবদুল লতিফ খান রুপালী বাংলাদেশকে বলেন, শ্রমিক ও কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। রোববার থেকে কারখানা চালু করা হবে এবং আগামী বৃহস্পতিবারের মধ্যে শ্রমিকদের সব বকেয়া পরিশোধ করা হবে। আশ্বাসের পর শ্রমিকেরা আপাতত বিক্ষোভ স্থগিত করেছেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন