ঝালকাঠির নলছিটিতে দুর্ঘটনাপ্রবণ সড়ক অংশকে নিরাপদ রাখতে স্বেচ্ছাসেবীদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) সকালে নলছিটি-দরগাবাড়ি-জুরকাঠি সড়কের তালতলা মোড় থেকে দরগাবাড়ি পর্যন্ত রাস্তার দু’পাশের ঘন জঙ্গল কেটে পরিষ্কার করেন স্বেচ্ছাসেবীরা।
দীর্ঘদিন ধরে সড়কের বাঁকে ঘন জঙ্গলের কারণে এ রাস্তাটি দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠেছিল। বিষয়টি উপজেলা প্রশাসন ও স্থানীয় সংগঠনের নজরে আসার পর এ উদ্যোগ নেওয়া হয়।

উপজেলা প্রশাসনের সহযোগিতায় পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয় স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন, ইসলামি ছাত্র আন্দোলনের সেচ্ছাসেবী টিম ও স্থানীয় সমাজকর্মীরা। সকাল ৯টায় কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক লাভলী ইয়াসমিন।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার সাবেক কাউন্সিলর মুনিরুজ্জামান মনির, ব্যবসায়ী ও স্বেচ্ছাসেবী সংগঠক শাহাদাৎ ফকির, বিডি ক্লিন সমন্বয়ক মারজান খান, মুরাদ হোসেন, ইসলামি ছাত্র আন্দোলন পৌর শাখার সভাপতি সাইফুল ইসলাম, সহসভাপতি মাহবুবুর রহমান এবং সমাজকর্মী বালী তূর্যসহ অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী।
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবীদের ধন্যবাদ জানান এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন