বগুড়ার শিবগঞ্জে পুলিশের ওপর হামলা চালিয়ে একাধিক মামলার আসামি ও উপজেলা আওয়ামী লীগের নেতা রিজ্জাকুল ইসলাম রাজুকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়েছে।
শনিবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে শিবগঞ্জ পৌরসভার ভোলাখাঁর চক মহল্লায় এ ঘটনা ঘটে।
রিজ্জাকুল ইসলাম রাজু ভোলাখাঁর চক মহল্লায় বদর উদ্দিন বদরের ছেলে। তিনি শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলেন। সেইসঙ্গে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন তিনি।
শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান শাহীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মামুন ও তার সঙ্গীয় ফোর্স রাত সাড়ে ৮টার দিকে ভোলাখাঁর চক মহল্লায় অভিযান চালিয়ে রাজুকে গ্রেপ্তার করেন। পরে তাকে হাতকড়া পরিয়ে থানায় নেওয়ার সময় স্থানীয় নারী-পুরুষ পুলিশের ওপর হামলা চালিয়ে রাজুকে ছিনিয়ে নেয়।
ওসি আরও বলেন, রিজ্জাকুল ইসলাম রাজুর বিরুদ্ধে নাশকতা, বিস্ফোরক দ্রব্য, হামলা ও ভাঙচুরসহ রাজনৈতিক একাধিক মামলা রয়েছে। ঘটনাটি জানাজানি হওয়ার পরপরই রাজুকে পুনরায় গ্রেপ্তার ও হাতকড়া উদ্ধারে অভিযান শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ আটক হয়নি।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত রাজু ও তার সমর্থকরা পরিকল্পিতভাবে এ হামলা চালায়। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন