গাইবান্ধার সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল জলিলকে গ্রেপ্তার করা হয়েছে । শনিবার (৪ অক্টোবর) তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির অফিস ভাঙচুর মামলায় ৪ অক্টোবর আব্দুল জলিলের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে সাঘাটা থানা পুলিশ। পরে ওই দিন রাতে পুলিশ তাকে গোবিন্দগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ওসি জানান, সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল জলিলকে গ্রেপ্তারের পর গোবিন্দগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। এ ব্যাপারে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেয়া হবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন