কক্সবাজারের টেকনাফে মানব পাচারের অভিযোগে চক্রের ছয় সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তারা মিয়ানমার থেকে পাচার করে আনা রোহিঙ্গাদের বিভিন্ন ক্যাম্পে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছিল বলে জানিয়েছে বিজিবি।
রোববার (৫ অক্টোবর) সকালে টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি জানায়, শনিবার (৪ অক্টোবর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, একটি মানব পাচারকারী চক্র মিয়ানমার থেকে আনা রোহিঙ্গাদের শাহপরীর দ্বীপের একটি বাড়িতে লুকিয়ে রেখে বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল।
খবর পেয়ে টেকনাফ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা শাহপরীর দ্বীপের মিস্ত্রিপাড়া এলাকায় মোছা. শামসুন্নাহারের বাড়ি ঘেরাও করে অভিযান চালায়। এ সময় পাচারকারীদের দুজন পেছনের দিক দিয়ে পালিয়ে গেলেও বিজিবি সদস্যরা বাড়ির ভেতর থেকে ছয়জনকে আটক করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক মোছা. শামসুন্নাহার টাকার বিনিময়ে পাচার হওয়া রোহিঙ্গাদের সাময়িক আশ্রয় দিতেন, আর চক্রের অন্য সদস্যরা মিয়ানমার থেকে লোক এনে মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিভিন্ন ক্যাম্পে পাঠাতেন।
আটক ব্যক্তিরা হলেন, টেকনাফ শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়া এলাকার প্রবাসী মোহাম্মদ আখেরের স্ত্রী মোছা. শামসুন্নাহার (৩৫)। বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের মৃত জালালের স্ত্রী হোসনে আরা (৩১)। শালবাগান ক্যাম্পের মৃত সৈয়দ আকবর, স্ত্রী নুরুন্নিসা (৪৯)। বালুখালী ক্যাম্পের আবুল হাসেমের ছেলে মোহাম্মদ ইসমাইল (৫০)। উখিয়া জামতলী ক্যাম্পের আবু সামাদের ছেলে হারুন (৩৫)। টেকনাফ শালবাগান ক্যাম্পের সৈয়দ আহমেদের ছেলে ইউসুফ আলী (৪৭)।
পালাতক আসামিরা হলেন, কালু মিয়া (৩৫) ও হাশেম মোল্লা (২৫)।
বিজিবি জানায়, আটক ব্যক্তিদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন