ঝালকাঠির নলছিটির সুগন্ধা নদী থেকে ইট তৈরির উদ্দেশ্যে অবৈধভাবে মাটি কাটার অপরাধে গাজী ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে দুটি ভেকু (খননযন্ত্র) ও একটি পল্টুন জব্দ করা হয়।
শনিবার (২৫ অক্টোবর) দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন নলছিটি উপজেলার নবনিযুক্ত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিজভী আহমেদ।
অভিযান চলাকালে ইটভাটায় নদী থেকে অনুমতি ছাড়া মাটি উত্তোলনের প্রমাণ পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও জব্দের ব্যবস্থা নেওয়া হয়।
সরকারি ভূমি ও নদীর পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি)।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন