সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৫, ০২:৩৬ পিএম

ভৈরবে উপকূল এক্সপ্রেস অবরোধকারীদের পাথর নিক্ষেপ, আহত কয়েক যাত্রী

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৫, ০২:৩৬ পিএম

ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে রেলওয়ে জংশন অবরোধ করেছে আন্দোলনকরীরা। ছবি- রূপালী বাংলাদেশ

ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে রেলওয়ে জংশন অবরোধ করেছে আন্দোলনকরীরা। ছবি- রূপালী বাংলাদেশ

কিশোরগঞ্জের ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে রেলপথ অবরোধ করেছে আন্দোলনকারীরা। সোমবার (২৭ অক্টোবর) সকাল ১০টার দিকে ভৈরব রেলওয়ে জংশনে বিক্ষোভকারীরা লাল কাপড় ও ব্যানার হাতে নিয়ে ‘ভৈরবকে জেলা চাই’ স্লোগান দিতে থাকেন।

এ সময় নোয়াখালী থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেন ভৈরব স্টেশনে পৌঁছালে আন্দোলনকারীরা ট্রেনটি আটকে দেন ও প্ল্যাটফর্মে বিক্ষোভ শুরু করেন। তারা ট্রেনের সামনে বসে পড়েন এবং ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট ও ঢাকা-কিশোরগঞ্জ রুটের রেল যোগাযোগ বন্ধ করে দেন।

এক পর্যায়ে ট্রেন ছাড়ানোর চেষ্টা করলে বিক্ষোভকারীরা ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে কয়েকজন যাত্রী আহত হন। পরে বেলা ১১টা ৪০ মিনিটে ট্রেনটি ভৈরব স্টেশন ছেড়ে যায় এবং এক ঘণ্টা ২০ মিনিট পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রেলওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে।

এ সময় আন্দোলনে অংশ নেন ভৈরবের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী, স্কুল-কলেজের শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধি।

ভৈরব রেলওয়ে থানার ওসি সাঈদ আহমেদ বলেন, আন্দোলনকারীদের দাবির যৌক্তিকতা রয়েছে। উপকূল এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। হামলার ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নির্দেশনা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!