অবশ্যই মার্কা হিসেবে শাপলাকে এনসিপির জন্য চাই এবং শাপলা মার্কা নিয়েই এনসিপি আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে বলে বলেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
শাপলা প্রতীক না দেওয়া হলে প্রয়োজনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজনৈতিকভাবে রাজপথে লড়বে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
সোমবার (২৭ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে দলটির সমন্বয়সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘শাপলা প্রতীক নিতে যদি প্রয়োজন হয় বাংলাদেশের ৬৪ জেলার ৪৯৫ উপজেলার এনসিপির অভ্যুত্থানের নেতৃবৃন্দ রাজপথে নেমে এই অধিকারের জন্য লড়াই করবে। আমরা আমাদের জায়গা থেকে মনে করি শাপলা প্রতীক নিয়েই আগামী নির্বাচনে এনসিপি অংশগ্রহণ করবে।’
এ সময় তিনি উল্লেখ করেন, আজ থেকে সারা দেশের জেলা-উপজেলা ও পর্যায়ক্রমে ইউনিয়ন ও ওয়ার্ডগুলোতে কমিটি অনুমোদন দেওয়া হবে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) টাঙ্গাইল জেলা কমিটির আয়োজনে ও জেলার প্রধান সমন্বয়কারী মাসুদুর রহমান রাসেলের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, কেন্দ্রীয় সদস্য সাইফুল ইসলাম ও এনসিপির টাঙ্গাইল জেলার নেতৃবৃন্দ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন