বাংলা চলচ্চিত্রের প্রিয় অভিনেতা সালমান শাহর মৃত্যুকে আত্মহত্যা নয়, হত্যা হিসেবে বিবেচনা করার আদালতের নির্দেশের পর এবার মুখ খুললেন সহশিল্পী চিত্রনায়িকা শাবনূর। বর্তমানে অস্ট্রেলিয়ায় বসবাসরত শাবনূর রায় ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন।
স্ট্যাটাসে তিনি জানান, সালমান শাহ সংক্রান্ত মামলায় তার নাম জড়িয়ে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যমূলক।
তিনি লিখেছেন, ‘অনেকেই এ বিষয়ে আমার মন্তব্য জানতে চাইছেন। যেহেতু বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন, তাই আগে কিছু বলতে চাইনি। কিন্তু দুঃখজনকভাবে লক্ষ করছি, কিছু ব্যক্তি অসৎ উদ্দেশ্যে আমার নাম জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন। আমার সম্পর্কে ভিত্তিহীন এসব গুজব ও অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি।’
শাবনূর আরও লিখেছেন, ‘সালমান শাহ ছিল আমার অত্যন্ত প্রিয় সহঅভিনেতা। আমরা একসঙ্গে প্রায় ১৪টি চলচ্চিত্রে কাজ করেছি। তিনি ছিলেন অসাধারণ প্রতিভাবান ও জনপ্রিয়। নিঃসন্দেহে বলতে পারি, তার সঙ্গে কাজ করে আমার চলচ্চিত্র ক্যারিয়ার আরও উজ্জ্বল হয়েছে।’
তিনি ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হওয়া প্রসঙ্গে বলেন, ‘সালমানের অকাল মৃত্যুতে আমি গভীরভাবে আহত। কেউ কেউ হয়তো নিজেদের বাঁচাতে উদ্দেশ্যমূলকভাবে আমাদের সম্পর্ক নিয়ে গুজব ছড়িয়েছিল, যা আমাকে ভীষণভাবে আঘাত করেছে। তবে আজও আমি স্পষ্ট করে বলতে চাই, সালমান শাহ কীভাবে মারা গেছেন, তা আমি সত্যিই জানি না। আমি শুধু তার মৃত্যুর সঠিক তদন্ত ও ন্যায়বিচার প্রত্যাশা করি।’
শাবনূর সালমানের পরিবারকেও স্মরণ করেন, ‘সন্তান হারানোর বেদনা যে কত কষ্টের তা সালমানের মা নীলা আন্টির আহাজারি দেখলেই বোঝা যায়। আমি তার প্রতি আন্তরিক সহমর্মিতা জানাচ্ছি এবং সালমান শাহর আত্মার মাগফিরাত কামনা করছি।’
উল্লেখ্য, দীর্ঘ ২৯ বছর পর সালমান শাহর আত্মহত্যা মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তরিত হয়েছে। ২১ অক্টোবর রমনা থানায় সালমান শাহর মৃত্যুর ঘটনায় নতুন করে একটি হত্যা মামলা দায়ের করা হয়, যাতে তার প্রাক্তন স্ত্রী সামিরা হকসহ ১১ জনের নাম রয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন