ঢালিউডের আলোচিত চিত্রনায়ক জায়েদ খান দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। জুলাই আন্দোলনের আগেই তিনি মার্কিন মাটিতে পাড়ি জমান এবং সেখানেই বিভিন্ন স্টেজ শো ও সাংস্কৃতিক আয়োজন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
তবে দেশের বাইরে থেকেও তাকে নিয়ে আলোচনা থেমে নেই সামাজিক যোগাযোগমাধ্যমে। সম্প্রতি হঠাৎ করেই বিয়ে নিয়ে নতুন গুঞ্জন শুরু হয়েছে তাকে ঘিরে।
ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, বর সাজে জায়েদ খান, আর তার পাশে কনের পোশাকে এক নারী। কনের মুখ ঢেকে রাখায় শুরু হয় নানা জল্পনা-কল্পনা। কেউ লিখেছেন, ‘জায়েদ খান বিয়ে করলেন অথচ দাওয়াত পেলাম না!’ আবার কেউ বা প্রশ্ন তুলেছেন, সত্যিই কি বিয়ে করেছেন এই তারকা?
গুঞ্জনের জবাব দিতে দেরি করেননি জায়েদ খান। দেশের একটি গণমাধ্যমে ফোনে তিনি জানান, ‘এটা আসলে বিয়ের কোনো আসল আয়োজন নয়, এটি ছিল একটি ব্রাইডাল শো। সেখানে বধূসাজে থাকা মাহিয়া মাহির সঙ্গে আমি অংশ নিয়েছিলাম। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের মিশিগানে।’
অর্থাৎ, ছবিটি কোনো বাস্তব বিয়ের নয়; বরং একটি ফ্যাশন ইভেন্টের অংশ।
উল্লেখ্য, চিত্রনায়িকা মাহিয়া মাহিও কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং সেখানেই বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন