চট্টগ্রামের ফ্লাইট লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শুরুতে ব্যাট করে বাংলাদেশকে ১৬৬ রানের টার্গেট দিল ওয়েস্ট ইন্ডিজ।
আজ সোমবার (২৭ অক্টোবর) বাংলাদেশ সময় খেলাটি শুরু হয় সন্ধ্যা ৬টায়। এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ।
উইন্ডিজের হয়ে এ দিন ব্যাট হাতে ওপেনিংয়ে আসেন আলিক আথানেজ ও ব্র্যান্ডন কিং। ক্রিজে ব্যাট হাতে এসে ক্যারিবিয়ানরা প্রথমে সাবধানীভাবে খেলা শুরু করেন।
ব্যাটিং পাওয়ার প্লে শেষ হলে কিছুটা মারকুটে স্বভাবে ব্যাট চালায় ওয়েস্ট ইন্ডিজ। বড় শর্ট খেলতে গিয়ে দলীয় ৫৯ রানের মাথায় প্রথম উইকেট হারায় ক্যারিবিয়ানরা। ব্যক্তিগত ৩৪ রানে আলিক আথানেজ সাজঘরে ফিরলে ক্রিজে আসেন দলীয় অধিনায়ক শাই হোপ।
দলীয় ৮২ রানের মাথায় কিং তাসকিনের বলে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফিরলে ক্রিজে আসেন শেরফেন রাদারফোর্ড। ক্রিজে এসে প্রথম বলেই লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে বিদায় রাদারফোর্ড
৮২ রানের মাথায় পরপর উইকেট হারিয়ে যখন চাপে পড়ে যায় ক্যারিবিয়ানরা, তখনই দলকে চাপ থেকে টেনে উঠানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন উইন্ডিজ অধিনায়ক শাই হোপ।
একপাশ আগলে রেখে ব্যাট হাতে চার-ছক্কা হাঁকিয়ে দলকে এগিয়ে নেন শাই হোপ। শেষদিকে পাওয়েল ও শাই হোপের জুটিতে ভর করে নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে ক্যারিবিয়ানরা।
ব্যাট হাতে উইন্ডিজের হয়ে ২৭ বলে ৩৪ রান করেন আলিক আথানেজ, ৩৬ বলে ৩৩ রান করেন ব্র্যান্ডন কিং, ২৮ বলে ৪৪ রান করেন রভম্যান পাওয়েল এবং ২৮ বলে ৪৬ রান করেন শাই হোপ।
বল হাতে বাংলাদেশের হয়ে ২টি উইকেট নেন তাসকিন আহমেদ এবং ১টি উইকেট নেন রিশাদ হোসেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন