ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর এলাকার গুয়াগাঁও গুডলাক স্পোর্টিং ক্লাবের দলিলমূলে ক্রয়কৃত বৈধ জমি দখলের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় পৌর এলাকার গুয়াগাঁও বাজার সংলগ্ন ক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
ক্লাব কর্তৃপক্ষ জানায়, গুডলাক স্পোর্টিং ক্লাবের দলিলমূলে ক্রয়কৃত বৈধ জমি গত রবিবার গভীর রাতে দখলের চেষ্টা করেন স্থানীয় মৃত তৈয়ব আলীর পুত্র দেলোয়ার হোসেন, তার ছেলে হিমেল, মৃত সলিম উদ্দীনের পুত্র জহির উদ্দীন, মৃত আব্দুল জব্বারের পুত্র জিয়ারুল এবং মৃত সোলেমান আলীর পুত্র ফজলুল করিমসহ কয়েকজন।
এ ঘটনায় ক্লাব কর্তৃপক্ষ জমি রক্ষার্থে ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে নিষেধাজ্ঞার মামলা দায়ের করেন। মামলায় আদালত ১৪৪ ধারার আদেশ প্রদান করেন। কিন্তু সেই আদেশ অমান্য করে উল্লিখিত ব্যক্তিরা রাতের অন্ধকারে জমি দখলের চেষ্টা চালান বলে অভিযোগ করেন ক্লাব সদস্যরা।
ঘটনার প্রতিবাদে সোমবার সকালে ক্লাব সদস্য ও স্থানীয়রা মানববন্ধন কর্মসূচি পালন করেন এবং পরে প্রতিবাদ সভা করেন।
প্রতিবাদ সভায় বক্তব্য দেন গুডলাক স্পোর্টিং ক্লাবের সভাপতি সাইদুর রহমান, সহসভাপতি তৈয়মুর ইসলাম নবাব, সাধারণ সম্পাদক সাব্বির হোসেন শ্যামল, সদস্য রাজিউর রহমান রাজা, মনতাজ আলী প্রমুখ।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন