সিরাজগঞ্জে প্ল্যাটফর্মে ট্রেনের অপেক্ষায় থাকা অবস্থায় ঢাকাগামী লালমনি এক্সপ্রেসের ধাক্কায় মনিরুজ্জামান খান (মনি) নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে শহীদ এম মনসুর আলী স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনিরুজ্জামান খান ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাবেক জেলা প্রতিনিধি ছিলেন। পাশাপাশি তিনি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সিরাজগঞ্জ জেলা কমিটির সদস্য, ‘অন্যভূবন’ কালচারাল স্কুল ও ‘অন্যভূবন মডার্ন ইংলিশ স্কুল’-এর প্রতিষ্ঠাতা। লেখক, সাংস্কৃতিককর্মী ও চিন্তাশীল মানুষ হিসেবে তিনি সিরাজগঞ্জে পরিচিত ছিলেন। তিনি শহরের মুজিব সড়ক এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে মনিরুজ্জামান খান ঢাকায় মেয়ের বাসায় যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। ট্রেনের অপেক্ষায় ছিলেন সদানন্দপুর স্টেশনে। কিছুক্ষণ পর তিনি প্ল্যাটফর্ম থেকে নেমে রেললাইন ধরে সামান্য এগিয়ে গেলে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকামুখী লালমনি এক্সপ্রেসের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই মারা যান।
সিরাজগঞ্জ বাজার রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) তপন জানান, মনিরুজ্জামান খান স্টেশনে দাঁড়িয়ে ছিলেন। ধারণা করা হচ্ছে, তিনি কানে কম শুনতেন। প্ল্যাটফর্ম থেকে নামার সময় দ্রুতগতির ট্রেন চলে আসে, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মানুষ হিসেবে তিনি ছিলেন শান্ত, নরম স্বভাবের ও যুক্তিবাদী চিন্তার অধিকারী। সমাজ, সংস্কৃতি ও শিক্ষাকে তিনি জীবনের মূল দর্শন হিসেবে লালন করতেন। তার মৃত্যুর খবরে সিরাজগঞ্জের সাংবাদিক সমাজ ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন