সাতক্ষীরার তালা উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের কোপে এক ছাত্রের মা গুরুতর আহত হয়েছেন। আহত নারী বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে তালা উপজেলার আড়ংপাড়া আকিজ কওমিয়া মাদ্রাসায় এঘটনা ঘটে।
মামলার বাদী মো. আব্দুল হাকিম শেখ জানান, তার ছেলে ওবাইদুল্লাহ (৫) মাদ্রাসার প্লে শ্রেণির ছাত্র। পড়া না পারায় শিক্ষক হুজাইফা শিশুটিকে মারধর করেন এবং বিষয়টি জানাতে শিশুর পরিবারের মেহেরুন নেছা ও লিমা খাতুনকে মাদ্রাসায় আসতে বলেন। মেহেরুন নেছা ও লিমা খাতুন যখন ঘটনাস্থলে যান, তখন শিক্ষক হুজাইফা ও সহকারী কামাল হোসেন ধারালো অস্ত্র দিয়ে মেহেরুন নেছার মাথায় কোপ মারে। এতে তার মাথা গুরুতরভাবে রক্তাক্ত হয়। পরে বাম হাতের মধ্যমা আঙুল কেটে যায় এবং বৃদ্ধা আঙুলেও গভীর ক্ষত সৃষ্টি হয়। আহতদের উদ্ধার করতে এগিয়ে আসা মেহেরজান বেগমকেও লোহার রড দিয়ে আঘাত করা হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
তালা থানার ওসি মো. মাইনউদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশুর পিতা মামলা দায়ের করেছেন। শিক্ষক হুজাইফা আটক হয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন