আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলামের নির্বাচনি প্রচারণার ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা।
ঘটনাটি ঘটেছে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দেবীপুর সুতালের মোড়ে। ধারণা করা হচ্ছে, গতকাল গভীর রাতে দুর্বৃত্তরা এ ঘটনাটি ঘটিয়েছে।
ঘটনার সংবাদ পেয়ে জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি হাবিবুল্লাহ ইমন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দীন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জসিম উদ্দীন, টিএসবি ইউনিয়ন জামায়াতের আমির অধ্যাপক আসাদুজ্জামান, নৈহাটি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আজিজুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আসলাম, ৫ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী আবু দাউদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রচার সম্পাদক নাজমুল হাসান পিয়াল, সাব্বির শেখ, হাসিবুর রহমান প্রমুখ।
এ ঘটনায় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। উপস্থিত নেতৃবৃন্দ প্রশাসনের উদ্দেশে বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত দোষীদের অনতিবিলম্বে আইনের আওতায় আনতে হবে।
এ ঘটনায় স্থানীয় জনসাধারণের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন