বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে সবচেয়ে আলোচিত নায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর মামলাটি অবশেষে হত্যা মামলা হিসেবে গৃহীত হয়েছে। এ ঘটনার পর মামলার অন্যতম আসামি ও সালমানের স্ত্রী সামিরা হক এবং খলনায়ক আশরাফুল হক ডনের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
আজ সোমবার (২৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান এই আদেশ দেন। তদন্তকারী কর্মকর্তা, রমনা থানার পুলিশ পরিদর্শক আতিকুল আলম খন্দকার, আসামি সামিরা ও ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি প্রসিকিউশন বিভাগের এডিসি (প্রশাসন) নাসির আহম্মেদ।
তবে আদালতের নির্দেশ জারির আগেই গত চার দিন ধরে সামিরা হকের কোনো খোঁজ মিলছে না। তার ব্যবহৃত ফোন নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে, হোয়াটসঅ্যাপে কিংবা সরাসরি যোগাযোগের কোনো মাধ্যমেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। মামলার খবর প্রকাশের পর থেকেই তিনি আড়ালে চলে গেছেন বলে জানিয়েছে ঘনিষ্ঠ সূত্র।
এর আগে, গত ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক সালমান শাহর মামাকে হত্যা মামলা হিসেবে পুনরুজ্জীবিত করার নির্দেশ দেন। পরদিন, ২১ অক্টোবর, সালমান শাহর মামা আলমগীর কুমকুম রমনা থানায় আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের করেন।
মামলায় সালমানের স্ত্রী সামিরা হক, অভিনেতা আশরাফুল হক ডনসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় (হত্যা ও সহঅপরাধ) অভিযোগ আনা হয়েছে।
মামলার অন্যান্য আসামির মধ্যে রয়েছেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুছি, ডেবিট, জাভেদ, ফারুক, মে-ফেয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুস ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ফরহাদ। এছাড়াও মামলায় অজ্ঞাতনামা কয়েকজনকেও আসামি করা হয়েছে।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার নিউ ইস্কাটন রোডের ফ্ল্যাটে রহস্যজনকভাবে মারা যান তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহ। ঘটনাটিকে প্রথমে অপমৃত্যু মামলা হিসেবে রমনা থানায় নথিভুক্ত করা হলেও সালমানের পরিবার বরাবরই দাবি করে আসছে—এটি ছিল পরিকল্পিত হত্যা।
সালমানের মা নীলা চৌধুরী বহুবার অভিযোগ করেছেন, পুলিশ শুরু থেকেই ঘটনাটিকে হত্যা নয়, আত্মহত্যা হিসেবে প্রমাণের চেষ্টা করেছে। অন্যদিকে স্ত্রী সামিরা হক বরাবরই দাবি করেছেন, সালমান ‘সুইসাইডাল বাই নেচার’ ছিলেন এবং মৃত্যুটি আত্মহত্যা ছাড়া কিছু নয়।
মামলার পুনরুজ্জীবনের পর থেকেই চলচ্চিত্রপাড়া ও সালমান ভক্তদের মধ্যে উত্তেজনা ও আগ্রহ নতুন করে জেগে উঠেছে। তবে সামিরার নিখোঁজ হওয়া বিষয়টি এখন মামলার নতুন রহস্য হিসেবে দেখা দিচ্ছে।
মাত্র চার বছরের ক্যারিয়ারে ২৭টি ছবিতে অভিনয় করে ঢালিউডে এক অনন্য নায়ক হিসেবে জায়গা করে নেন সালমান শাহ। মৃত্যুর প্রায় তিন দশক পরও তিনি রয়ে গেছেন বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের সবচেয়ে প্রিয় নায়ক হিসেবে।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন