তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তাদের ভালো শুরুর পর টানা দুই বলে দুই উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে খেলায় ফেরাল তাসকিন।
আজ সোমবার (২৭ অক্টোবর) বাংলাদেশ সময় খেলাটি শুরু হয় সন্ধ্যা ৬টায়। এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ।
উইন্ডিজের হয়ে এদিন ব্যাট হাতে ওপেনিংয়ে আসেন আলিক আথানেজ ও ব্র্যান্ডন কিং। ক্রিজে ব্যাট হাতে এসে ক্যারিবিয়ানরা প্রথমে সাবধানীভাবে খেলা শুরু করেন।
ব্যাটিং পাওয়ার প্লে শেষ হলে কিছুটা মারকুটে স্বভাবে ব্যাট চালায় ওয়েস্ট ইন্ডিজ। বড় শর্ট খেলতে গিয়ে দলীয় ৫৯ রানের মাথায় প্রথম উইকেট হারায় ক্যারিবিয়ানরা। ব্যাক্তিগত ৩৪ রানে আলিক আথানেজ সাজঘরে ফিরলে ক্রিজে আসেন দলীয় অধিনায়ক শাই হোপ।
দলীয় ৮২ রানের মাথায় কিং তাসকিনের বলে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফিরলে ক্রিজে আসেন শেরফেন রাদারফোর্ড। ক্রিজে এসে প্রথম বলেই লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে বিদায় রাদারফোর্ড
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১৪ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৯৮ রান। ক্রিজে ব্যাট করছে দলীয় অধিনায়ক শাই হোপ ও রভম্যান পাওয়েল।
বল হাতে বাংলাদেশের হয়ে ২টি উইকেট নেয় তাসকিন আহমেদ এবং ১টি উইকেট নেয় রিশাদ হোসেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন