মানিকগঞ্জের সাটুরিয়ায় হরগজ ইউনিয়নে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি তুলে বিক্রির অভিযোগে অভিযান পরিচালনা করেছে প্রশাসন। এ অভিযানে মাটি ব্যবসায়ী আব্দুর রহমানের ছেলে মো. বিপ্লব হোসেনকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ঘটনাস্থল থেকে একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়।
এ অভিযান পরিচালিত হয় মানিকগঞ্জ জেলা প্রশাসক ও সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেনের দিকনির্দেশনায়।
সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌমিতা গুহ ইভা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই জরিমানা করেন।
তথ্য অনুসন্ধানে জানা যায়, হরগজ পূর্বনগর এলাকার মৃত আদারী বেপারীর ছেলে মো. মনির হোসেন মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে বিভিন্ন সরকারি দপ্তরে অভিযোগ করেন। তার এবং এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতেই এ অভিযান পরিচালিত হয়।
তবে সরেজমিন পরিদর্শন ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, অভিযোগকারী মনির হোসেন কয়েক দিন আগে নিজেই মাটি ব্যবসায়ীর কাছে মাটি বিক্রি করেছিলেন। পরবর্তীতে মতবিরোধ দেখা দিলে তিনি বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন।
মনির হোসেনকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভবিষ্যতে ড্রেজার দিয়ে মাটি বিক্রি না করার এবং মিথ্যা তথ্য দিয়ে অভিযোগ না করার পরামর্শ দিয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, ‘অবৈধভাবে মাটি ব্যবসা ও ড্রেজার দিয়ে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।’



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন