ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এক সফল অভিযানে নারী ও শিশু পাচারকারী চক্রের ভারতীয় নাগরিকসহ ৬ জনকে আটক করেছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত সাড়ে ১০টায় সীমান্তের ১৪০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফুলবাড়ী উপজেলার রসুলপুর (পলিপাড়া) গ্রামের মৃত জাহিরুল চৌধুরীর বাড়ি তল্লাশি চালিয়ে এই অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন: ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার নোইল থানার মারগ্রামের নেপাল বর্মন (২৯), নারী ও শিশু পাচারকারী চক্রের সদস্য নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার জলি রানী (৩০), একই এলাকার তনুশ্রী রানী (১০) ও রাজশ্রী রানী (৩), নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার বিজন কুমার দাস (৫৫) এবং তার স্ত্রী লিপি রানী দাস (৪৭)।
বিজিবি জানিয়েছে, নেপাল বর্মন ২০২২ সাল থেকে বৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে মানব, নারী ও শিশু পাচারের সাথে জড়িত। গত ৪ নভেম্বর তিনি বিভিন্ন প্রলোভন দেখিয়ে জলি রানী ও অন্যান্যদের ভারতে পাচারের উদ্দেশ্যে ফুলবাড়ীর রসুলপুর গ্রামে নিয়ে আসেন। পরবর্তীতে ৫ নভেম্বর পুনরায় বাংলাদেশে প্রবেশ করে পাচারের পরিকল্পনা করছিলেন।
বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, সীমান্ত রক্ষার পাশাপাশি মাদক ও মানব পাচার প্রতিরোধে বিজিবি সতর্ক ও কঠোর অবস্থানে রয়েছে। আটককৃতদের ফুলবাড়ী থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়েছে। ভারতীয় বিএসএফ ব্যাটালিয়নকেও কঠোর প্রতিবাদ জানানো হয়েছে।
ফুলবাড়ী থানার (ওসি) একেএম খন্দকার মহিব্বুল জানিয়েছেন, মানব ও নারী-শিশু পাচার আইনে মামলা দায়েরের পর আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন