ঢাকা শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫

বাগেরহাটে সনাতন ধর্মাবলম্বীর শত শত নারীর অংশগ্রহণে মহিলা দলের জনসভা

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৫, ০৫:০৭ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

বাগেরহাটের মোল্লাহাটে সনাতন ধর্মাবলম্বীর শত শত মহিলাদের অংশগ্রহণে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) বিকেলে মোল্লাহাট উপজেলার চাদেরহাট কালী মন্দির প্রাঙ্গণে মহিলা দলের উদ্যোগে এই সভায় সনাতন ধর্মাবলম্বীর শতাধিক পরিবারের অংশগ্রহণ দেখা যায়।

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী রেনজিনা আহমেদ প্রিয়াংকা সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লাহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সিকদার জামালউদ্দিন, সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক শেখ শাহেদ আলী, সাবেক সদস্য সচিব জাহিদুল ইসলাম মিয়া, সাবেক যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম মিয়া এবং সাবেক সদস্য শেখ ইকবাল হোসেন। এছাড়া সভায় উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, বিএনপি সব ধর্মের মানুষের সহাবস্থান ও সমঅধিকারে বিশ্বাসী।