ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের রশিবপুরা গ্রামে রাতের আঁধারে জমিতে সদ্য রোপণ করা কলাগাছ কেটে ও উপড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, ওই গ্রামের লিয়াকত আলী ৭১নং মৌজার বিএস ৪৫নং খতিয়ানের জমিটি ক্রয়সূত্রে প্রায় অর্ধশতাব্দী ধরে ভোগদখল করে আসছেন। সম্প্রতি ওই জমিতে কলাগাছ রোপণ করা হয়। কিন্তু বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে তিনি গিয়ে দেখেন, কে বা কারা গাছগুলো ভেঙে ফেলেছে এবং কিছু কেটে পাশের খালে ফেলে দিয়েছে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক লিয়াকত আলী ভাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, লিয়াকত আলীর সঙ্গে প্রতিবেশী জাকির মোল্যা, ওহাব মোল্যা, সাইফুল মোল্যা ও সুফিয়া বেগমের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। বিরোধের জেরেই প্রতিপক্ষ এমন ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করছেন তিনি। এর পূর্বেও তাদের জমির ফসল নষ্ট করা এবং বাড়িতে ইট-পাটকেল নিক্ষেপসহ নানা ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
লিয়াকত আলী জানান, প্রায় ৪-৫ দিন আগে তারা রশিদপুরা মৌজার খালকিনার মাঠে তাদের জমিতে কলাগাছ রোপণ করেছিলেন। বুধবার বিকেলে ওই জমির পাশ দিয়ে যাওয়ার সময় গাছগুলো অক্ষত দেখতে পেয়েও বৃহস্পতিবার গিয়ে দেখেন, সবগুলো কলাগাছ উপড়ে ফেলা অবস্থায় পড়ে আছে—কিছু জমির মধ্যে এবং কিছু পাশের খালে ফেলে দেওয়া হয়েছে। এতে তিনি ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন।
ইতোমধ্যে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি নিয়ে ভাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
এ বিষয়ে প্রতিপক্ষ জাকির মোল্যা ও সুফিয়া বেগমের সঙ্গে কথা হলে তারা জানান, ‘আমরা গাছপালা উপড়ে ফেলার ব্যাপারে জড়িত নই। জমিজমা নিয়ে আমাদের সঙ্গে তাদের দ্বন্দ্ব আছে; যা আদালতে বিচারাধীন রয়েছে।’



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন