খাদ্যের সন্ধানে লোকালয়ে এসে এক বাড়িতে আটক হয় একটি বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়ে পড়লে বন বিভাগ তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে বান্দরবানের লামা উপজেলার মেরাখোলা এলাকা থেকে প্রাণীটিকে উদ্ধার করে।
শুক্রবার (১৮ জুলাই) বিকেলে লামা উপজেলার সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেরাখোলা মুসলিমপাড়ায় আব্দুল মোমিনের বাড়ি থেকে বানরটি উদ্ধার করা হয়।
বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আলতাফ হোসেন বলেন, ‘ফেসবুকে কয়েকটি ছবি ছড়িয়ে পড়ার পর স্থানীয় এক সংবাদকর্মীর দেওয়া তথ্যের ভিত্তিতে বন বিভাগের একটি দল বিকেলে ঘটনাস্থলে গিয়ে বানরটি উদ্ধার করে।’
স্থানীয় সূত্রে জানা গেছে, আগের রাতে বানরটি লোকালয়ে প্রবেশ করে আব্দুল মোমিনের বাড়ির আঙিনায় আশ্রয় নেয়। পরে পরিবারের সদস্যরা প্রাণীটিকে আটক করে বেঁধে রাখেন।
লামা পৌর যুবদলের নেতা মো. শফিকুল ইসলাম বলেন, ‘বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস ও খাদ্যের অভাবের কারণে লজ্জাবতী বানরসহ অন্যান্য বন্যপ্রাণী লোকালয়ে চলে আসছে। এর ফলে তারা বিপদে পড়ছে। এর আগেও লামার রূপসীপাড়া ইউনিয়নের শিলেরতুয়া এলাকা থেকে একই প্রজাতির আরও একটি বানর উদ্ধার করে গভীর জঙ্গলে অবমুক্ত করা হয়েছিল।’
তিনি আরও বলেন, ‘পরিবেশ রক্ষা এবং স্থানীয়দের সচেতনতা বাড়ানোর মাধ্যমেই এ ধরনের প্রাণীর জীবন রক্ষা সম্ভব।’
লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ‘উদ্ধারকৃত বানরটি আপাতত বন বিভাগের হেফাজতে রয়েছে। সঠিক পরিবেশ ও সময় বিবেচনায় এটিকে মাতামুহুরী সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হবে।’
আপনার মতামত লিখুন :