বিরামহীন বৃষ্টিতে খুলনা-পাইকগাছা সড়কের তালা উপশহরের জেলেপাড়া এলাকায় সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। এতে যান চলাচল প্রায় অচল হয়ে পড়েছে। সোমবার সকাল থেকে টানা বৃষ্টিতে সড়কের পরিস্থিতি আরও খারাপ হয়েছে। স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে।
সরেজমিনে দেখা গেছে, তালা জেলেপাড়া থেকে তালা ব্রিজ মোড় পর্যন্ত সড়কটি খুঁড়ে ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এর মধ্যে টানা বৃষ্টিতে সড়ক পরিণত হয়েছে কর্দমাক্ত খালে। খুলনা থেকে পাইকগাছা ও কয়রার দিকে যাতায়াতের একমাত্র প্রবেশপথ এই সড়কে যানবাহন গর্তে আটকে যাচ্ছে। দুর্ঘটনাও ঘটছে বারবার। পথচারীদের চলাচলও কঠিন হয়ে পড়েছে।
খুলনা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সহসভাপতি অমরেশ কুমার ম-ল বলেন, ‘আঠারমাইল থেকে পাইকগাছা পর্যন্ত ছয়টি স্থানে রাস্তার অবস্থা খুব খারাপ। আমরা কিছু জায়গায় নিজেরা ইট-বালু ফেলে চলাচল সহজ করার চেষ্টা করছি।’
পথচারী সৈয়দ বাচ্চু বলেন, ‘ঠিকাদার আর সড়ক বিভাগের অবহেলায় আমাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।’ বাস, ট্রাক, পিকআপ, ইজিবাইক ও মোটরসাইকেলচালকেরাও ক্ষোভ প্রকাশ করে দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন।
খুলনা জেলা বাস-মিনিবাস মালিক সমিতি সূত্রে জানা গেছে, খুলনা-পাইকগাছা রুটে প্রতি ১২ মিনিট পরপর একটি করে গাড়ি চলাচল করে। দিনে প্রায় ১২০টি গাড়ি ও ৭০টি ঢাকা রুটের পরিবহন এ সড়ক ব্যবহার করে। সড়কের দুরবস্থার কারণে নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছানো সম্ভব হচ্ছে না।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার বলেন, ‘বিষয়টি বিভাগীয় প্রকৌশলীর সঙ্গে আলোচনা হয়েছে, দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছেন।’
খুলনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. তানিমুল হক জানান, ‘ভেঙে যাওয়া সড়কের মেরামতকাজ শুরু হয়েছে। খুব শিগগিরই চলাচলের উপযোগী হবে।’
আপনার মতামত লিখুন :