লক্ষ্মীপুরের কমলনগরে এক ব্যবসায়ীর বাসায় ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। দরজা ভেঙে বাসায় ঢুকে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত ডাকাতদল পরিবারের সদস্যদেরকে একটি কক্ষে বেঁধে রাখে। পরে বাসার আলমিরা ভেঙে ৫ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায় তারা।
শুকবার (১৭ অক্টোবর) গভীর রাতে উপজলার হাজিরহাট ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আব্দুর রব হাজী বাড়িতে ব্যবসায়ী রিয়াজ হোসেনের বাসায় ঘটনাটি ঘটে। শনিবার (১৮ অক্টোবর) সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
ভূক্তভোগী রিয়াজ উপজেলার করুনানগর বাজাদের লামিয়া বস্ত্রালয়ের স্বত্ত্বাধিকারী ও আব্দুর রব হাজী বাড়ির প্রবাসী আলমগীর হোসেনের ছেলে।
পরিবারের সদস্যরা বলেন, রাতে সবাই ঘুমিয়ে ছিল। হঠাৎ করে দরজা ভেঙে ১০-১২ সদস্যের একদল ডাকাত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাসায় ঢুকে। একপর্যায়ে ব্যবসায়ী রিয়াজসহ পরিবারের সদসদেরকে একটি কক্ষে নিয়ে বেঁধে রাখে ডাকাতদল। পরে ডাকাতরা ঘরে থাকা টাকা ও স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। পরে তাদের চিৎকার চেচামেচি শুনে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে।
রিয়াজ বলেন, আমার বাবা আলমগীর কিডনিজনিত রোগে আক্রান্ত। অসুস্থ হয়ে তিনি ঘরে শয্যাশায়ী। তার ব্যাংক একাউন্ট থেকে ৫ লাখ টাকা এনে ঘরে রাখা হয়েছি। যেকোন প্রয়োজনে ব্যয় করার জন্য। এছাড়া বাসায় নারীদের ব্যবহারের স্বর্ণালংকার ছিল। ৫ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় ডাকাতদল।
কমলনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামরুল হাসান বলেন, ডাকাতির ঘটনায় থানায় এখনো কোন অভিযোগ দেওয়া হয়নি। কেউ আটকও নেই। অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন