কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বালুঘাট নিয়ে দ্বন্দ্বের জের ধরে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে ফরিদ হোসেন (২৮) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার রাতে এ ঘটনার পর গতকাল শনিবার সকালে হাসপাতালে গণমাধ্যমকর্মীরা সংবাদ সংগ্রহ করতে গেলে তাঁদের বাধা দেন আহত ব্যক্তিদের স্বজনেরা।
জানা যায়, শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনী এলাকার গড়াই নদে গুলির ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ফরিদ হোসেন একই ইউনিয়নের লাহিনীপাড়া এলাকার হুজুর আলীর ছেলে। তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বালুঘাট দেখাশোনার কাজে ছিলেন। আহত অন্যরা হলেন একই এলাকার ইদ্রিসের ছেলে সবুজ (৩৮) ও মৃত আশরাফুল ইসলামের ছেলে হাসিবুল হাসান (২৮)। তাঁদেরও একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহত ব্যক্তিদের বরাত দিয়ে পুলিশ বলছে, ঘটনায় জড়িত কয়েকজনের পরিচয় জানতে পেরেছেন তাঁরা। হামলাকারীদের বাড়ি লাহিনীপাড়া এলাকায়। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা হোসেন ইমাম জানিয়েছেন, গুলিবিদ্ধ অবস্থায় ছোররা গুলিতে একজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ওই ব্যক্তি এখন শঙ্কামুক্ত।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন