ঢাকা সোমবার, ২৮ জুলাই, ২০২৫

পাথর দিয়ে হত্যার পর নদীতে ফেলা হয় নিথর দেহ, আটক ২ 

জয়দেব (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৮, ২০২৫, ০৫:১০ পিএম
দুইজন আটক। প্রতীকী ছবি

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় ১৮ বছর বয়সি এক তরুণকে পাথরের আঘাতে নির্মমভাবে হত্যার পর মরদেহ নদীতে ফেলে দেওয়ার অভিযোগে পুলিশ দুইজনকে আটক করেছে।

নিহত তরুণের নাম উথোয়াইশৈ মারমা, তিনি নোয়াপতং ইউনিয়নের খক্ষ্যংপাড়ার বাসিন্দা। ঘটনার ৩৬ ঘণ্টা পর উপজেলার তারাছা খালের বেক্ষ্যংপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে আটক করেছে ৩ নম্বর আলেক্ষ্যং ইউনিয়নের শীলবান্ধাপাড়ার দুই বাসিন্দা—উনুসিং মারমা (২৬) ও হ্লাথোয়াইহ্রী মারমা (২৮)। আটক দুজনের বিরুদ্ধেই হত্যা মামলার প্রক্রিয়া শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত উথোয়াইশৈকে গভীর রাতে পাথর দিয়ে আঘাত করে হত্যা করা হয় এবং পরবর্তীতে তার মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়। শনিবার দুপুরে স্থানীয়দের মুখে বিষয়টি জানাজানি হলে নিহতের পরিবার বিষয়টি থানায় জানায়।

রোববার সকালে অতিরিক্ত পুলিশ সুপার মান্না দের নেতৃত্বে পুলিশ, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সমন্বয়ে অভিযান চালিয়ে তারাছা খাল থেকে মরদেহ উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে জানান, হত্যায় ব্যবহৃত পাথর ও বাঁশের কঞ্চিও ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।