বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় মিয়ানমার সীমান্ত এলাকায় স্থলমাইন বিস্ফোরণে লাকি সিং (২৪) নামে এক নারী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় তার এক পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
সোমবার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে নাইক্ষ্যংছড়ির সোনাইছড়ি ইউনিয়নের নিকুছড়ি সীমান্তের ৪১ ও ৪২ নম্বর পিলারের মধ্যবর্তী এলাকায়, মিয়ানমারের প্রায় ৪০০ মিটার ভেতরে এ ঘটনা ঘটে।
আহত লাকি সিং সোনাইছড়ি ইউনিয়নের গাছ বুনিয়া গ্রামের সুমং কারবারির মেয়ে।
স্থানীয়রা জানান, বিস্ফোরণে পা হারানো নারী লাকি সিংকে উদ্ধার করে প্রথমে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে লাকি সিংকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্তের ওপারে মিয়ানমার অংশে বাঁশ কুরুল কাটতে গিয়ে হঠাৎ মাইন বিস্ফোরণে গুরুতর আহত হন লাকি সিং। তার বাম পা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে ।
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় জানুয়ারি থেকে এখন পর্যন্ত ক মাইন বিস্ফোরণে অন্তত ২৩ জন আহত হয়েছেন। তাদের অনেকেই পা হারিয়েছেন।নের বিস্ফোরণে আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নেয়া হয়।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন