বরিশাল বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় এক তরুণীসহ আরও দুজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে বিভাগে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৫। একই সময়ে বিভাগের ৬টি জেলায় নতুন করে ১৫৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।
সোমবার (৭ জুলাই) বিকেলে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য রূপালী বাংলাদেশকে নিশ্চিত করেছে।
শেবাচিম হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় মৃত দুজন হলেন ১৮ বছর বয়সি সোনিয়া আক্তার এবং পঁয়ত্রিশোর্ধ্ব সাইফুল মোল্লা। সোনিয়া বরিশালের বাবুগঞ্জ উপজেলার আব্দুস ছালামের মেয়ে এবং সাইফুল বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার ইউসুফ মিয়ার ছেলে। তারা দুজনই শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
হাসপাতালের উপ-পরিচালক ডা. এস এম মনিরুজ্জামান তাদের মৃত্যুর রূপালী বাংলাদেশকে নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়ছে। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত বিভাগের ৬টি জেলার বিভিন্ন হাসপাতালে মোট ৫,৭১৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
এ ছাড়াও বর্তমানে ৪২২ জন রোগী চিকিৎসাধীন আছেন। এই সময়ের মধ্যে মোট ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বরগুনা জেলায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি—মোট ১৫ জন মৃতের মধ্যে ৭ জনই বরগুনা জেলার বাসিন্দা।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি জানিয়েছেন, ‘বর্তমানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার সংখ্যা উল্লেখযোগ্য। এ পরিস্থিতি থেকে উত্তরণ হতে হলে চিকিৎসার চেয়ে প্রতিরোধের উপায় জানা জরুরি। বিশেষ করে মশার বিস্তার রোধে বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাসহ এর কামড় থেকে নিজেকে রক্ষায় ব্যবস্থা গ্রহণ করতে হবে।’
আপনার মতামত লিখুন :