‘নেতা যদি জাহান্নামেও যান, আমরা চোখ বন্ধ করে জাহান্নামেও যেতে রাজি’ এমন বক্তব্য দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের সংগঠক মো. ওয়াহিদুজ্জামান।
শুক্রবার (১১ জুলাই) রাতে খুলনার খালিশপুর পিপলস চত্বরে আয়োজিত এক সভায় দলটির কেন্দ্রীয় সদস্য সচিব মো. আখতার হোসেনকে পরিচয় করিয়ে দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
বক্তব্যটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ বক্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ একে অন্ধ আনুগত্যের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন, কেউ বলছেন এটি নেতানির্ভর রাজনীতির ভয়াবহ দৃষ্টান্ত।
আপনার মতামত লিখুন :