বাংলাদেশের সড়কপথ ব্যবহার করে ভুটানে ট্রানশিপমেন্ট পণ্য নেওয়ার অবশেষে অনুমোদন দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।
চার দিন অপেক্ষার পর সোমবার (১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর থেকে থাইল্যান্ড থেকে জাহাজে আনা কনটেইনারভর্তি পণ্য ভুটানের উদ্দেশে পাঠানো হয়।
বুড়িমারী কাস্টমস ও সিঅ্যান্ডএফ সূত্র জানায়, সোমবার বিকেলে ভারতের কলকাতা কাস্টমস বিভাগ চ্যাংড়াবান্ধা কাস্টমসের কাছে ট্রানশিপমেন্ট চালানটি সড়কপথে পাঠানোর অনুমতি পাঠায়। পরে চ্যাংড়াবান্ধা কাস্টমস কর্তৃপক্ষ বিষয়টি বাংলাদেশ কাস্টমসকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে। কাগজপত্র যাচাই শেষে সন্ধ্যার আগে বেনকো লিমিটেডের সহায়তায় শূন্যরেখা থেকে কার্গো ট্রাকে আনা কনটেইনারটি চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের দিকে পাঠানো হয়।
বুড়িমারী সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি ও বেনকো লিমিটেডের মালিক ফারুক হোসেন জানান, ভারত ও ভুটানের সরকারি ছুটি থাকায় ট্রানশিপমেন্ট অনুমতি পেতে বিলম্ব হয়েছে। এ ছাড়া বাণিজ্য সচিব পর্যায়ের চুক্তিতে বুড়িমারী রুট উল্লেখ না থাকায় কিছু জটিলতাও তৈরি হয়েছিল। সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর ভারতীয় কাস্টমস অনুমোদন দেয়।
জানা গেছে, কনটেইনার ও কার্গো ট্রাকটি আপাতত ভারতের কাস্টমস হেফাজতে থাকবে। মঙ্গলবার (আজ) ট্রানজিট রুট ব্যবহার করে তা ভুটানের উদ্দেশে রওনা দেবে।
বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার (এসি) দেলোয়ার হোসেন বলেন, ‘ভারতের অনুমতি পাওয়ার পরই ভুটানের জন্য আমদানি করা থাই পণ্যের চালানটি চ্যাংড়াবান্ধা স্থলবন্দরে পাঠানো হয়েছে। সেখান থেকে ভারতের ট্রানজিট সড়কপথ হয়ে ভুটানে পৌঁছাবে।’



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন