ঢাকা মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

বগুড়ায় ‘মাদক কারবারি দম্পতি’কে গ্রেপ্তারের দাবিতে পোস্টারিং   

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: মে ১২, ২০২৫, ০৭:৫২ পিএম
বগুড়ার আদমদীঘি উপজেলার জিনইর গ্রামের বিভিন্ন স্থানে সাঁটানো পোস্টার। ছবি- রূপালী বাংলাদেশ

বগুড়ার আদমদীঘি উপজেলার জিনইর গ্রামে ‘মাদক কারবারি দম্পতি’ মিনু বেগম ও তার স্বামী আমিনুর হোসেনের গ্রেপ্তারের দাবিতে এলাকায় পোস্টারিং ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। 

কয়েক দিন ধরে ছোট জিনইরসহ আশপাশের কয়েকটি গ্রামের সাধারণ মানুষ, বিশেষ করে তরুণসমাজ, মাদকবিরোধী সচেতনতা তৈরিতে বিভিন্ন স্থানে পোস্টার সাঁটান। এ ছাড়া তারা মানববন্ধন করেন।

তারা অভিযোগ করেন, মিনু বেগম ও তার স্বামী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন। 

স্থানীয়দের অভিযোগ, মিনু বেগমের বিরুদ্ধে ডজনখানেক মাদক মামলার রেকর্ড রয়েছে। তিনি একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তারও হয়েছেন। তবে জামিনে মুক্ত হয়ে পুনরায় একই কার্যক্রমে জড়িয়ে পড়েন।


 
ওই গ্রামের বাসিন্দা জামিল হোসেন রাসু, খন্দকার বাবু মিয়াসহ অনেকেই অভিযোগ করে বলেন, গ্রামের মানুষ বহুবার মিনু বেগম ও তার স্বামীকে মাদক ব্যবসা থেকে বিরত থাকার আহ্বান জানালেও তারা কর্ণপাত করেননি। বরং প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে তারা অব্যাহতভাবে মাদক বিক্রি করছে। যার ফলে এলাকার যুবসমাজ ধ্বংসের পথে।  

এ বিষয়ে উপজেলার নির্বাহী অফিসার, পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলেও জানান তারা।

মিনু বেগম বলেন, আগে মাদক ব্যবসা করেছি। কয়েকটি মামলা রয়েছে। হাজতও খেটেছি। এখন মাদক ব্যবসা করি না। আমার বাড়িঘর ভেঙে দেওয়ায় ছোট জিনইর গ্রাম থেকে সরে অন্যত্র ভাড়া বাসায় থাকি। 

আদমদীঘি থানার ওসি এস এম মোস্তাফিজুর রহমান বলেন, রেনু বেগম ও তার স্বামীকে এলাকায় পাওয়া যায় না। এলাকায় মাদক ব্যবসা করলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।