ঢাকা শনিবার, ২৮ জুন, ২০২৫

ইরান এখনো কোনো পারমাণবিক বোমা তৈরি করেনি : আইএইএ

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: জুন ২৮, ২০২৫, ০৯:৪১ এএম
ইরানের পারমাণবিক স্থাপনা। ছবি- সংগৃহীত

ইরানের কাছে বর্তমানে প্রায় ১২টি পারমাণবিক বোমা তৈরির মতো পর্যাপ্ত সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি। তবে তিনি বলেন, এখনো ইরান কোনো পারমাণবিক বোমা তৈরি করেনি।

বৃহস্পতিবার (২৭ জুন) ফ্রান্স ইন্টার রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রোসি এই তথ্য জানান।

তিনি বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনায় ক্ষয়ক্ষতি হলেও সেগুলো পুরোপুরি ধ্বংস হয়নি।

তার ভাষায়, ‘ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়ে গেছে- এমন দাবি সঠিক নয়।’

গ্রোসি জানান, ফোরদো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের সেন্ট্রিফিউজগুলো অকেজো হয়ে গেছে, তবে অন্যান্য স্থাপনাগুলোর অবস্থা সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি।

আইএইএ প্রধান বলেন, সংস্থার সঙ্গে ইরানের সম্পর্ক দিন দিন উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে।

তার ভাষায়, ‘ইরান এখন সংস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে। ফলে দ্বিপক্ষীয় সম্পর্কে স্পষ্ট টানাপোড়েন দেখা যাচ্ছে।’

এই পরিস্থিতিতে ইরানের সংসদ গত ২৫ জুন একটি নতুন বিল পাস করেছে, যার ফলে আইএইএর সঙ্গে সহযোগিতা স্থগিত করার পথ খুলে গেছে। বিলে বলা হয়েছে, এখন থেকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের জন্য সংস্থাটিকে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের অনুমোদন নিতে হবে। বিলটি এখন গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

উল্লেখ্য, ২০১৫ সালের পরমাণু চুক্তি অনুযায়ী, ইরান কেবল ৩.৬৭% মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারত। কিন্তু বর্তমানে দেশটি ৬০% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যা অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় ৯০% মাত্রার খুব কাছাকাছি।

এর আগে আইএইএ জানায়, ইরান পরমাণু চুক্তির শর্ত লঙ্ঘন করছে এবং আন্তর্জাতিক পরিদর্শকদের পর্যবেক্ষণে বাধা দিচ্ছে।