ঢাকা শুক্রবার, ০৮ আগস্ট, ২০২৫

বগুড়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মেরাজের

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৮, ২০২৫, ০১:১৫ পিএম
প্রতীকী ছবি

বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রাকের ধাক্কায় মেরাজ (২১) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে, বগুড়া-নওগাঁ মহাসড়কের তিষিগাড়ী মোড়সংলগ্ন ব্র্যাক অফিসের রাস্তায় এ ঘটনা ঘটে।

নিহত মেরাজ দুপচাঁচিয়ার আলোহালী গ্রামের ফজলুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নওগাঁগামী একটি মোটরসাইকেল বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এ সময় স্থানীয়রা আহত অবস্থায় মেরাজকে উদ্ধার করে দ্রুত দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) স্থানান্তর করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতেই মেরাজ মারা যান।

এ ঘটনায় দুপচাঁচিয়া থানার ওসি ফরিদুল ইসলাম জানান, ‘মোটরসাইকেল দুর্ঘটনার খবর পেয়ে খোঁজ নেওয়া হয়েছে। আহত মেরাজ চিকিৎসাধীন অবস্থায় বগুড়ায় মারা গেছেন।’