এশিয়া কাপে সুপার ফোরের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে সুপার ওভারে হারিয়েছে ভারত। টস হেরে ব্যাটিংয়ে নেমে অভিষেকের দুর্দান্ত অর্ধশতকে ভর করে ২০২ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় ভারত। জবাবে পাথুম নিসাঙ্কার সেঞ্চুরিতে নির্ধারিত ওভার শেষে সমান রান তোলে শ্রীলঙ্কা। ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে, যেখানে সহজ জয় পায় ‘মেন ইন ব্লু’।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। ফাইনালের দুই দল আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় ম্যাচটি ছিল মূলত ‘ডেড রাবার’। তবে এর উত্তেজনাপূর্ণ পরিণতি দর্শকদের জন্য ছিল বাড়তি উপভোগ্য।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় লঙ্কানরা। ব্যক্তিগত শূন্য রানে হার্দিক পান্ডিয়ার বলে গিলের হাতে ধরা পড়েন কুশল মেন্ডিস। এরপর পেরেরাকে নিয়ে শতরানের জুটি গড়েন নিসাঙ্কা। তবে পেরেরা বিদায় নেন ৫৮ রানে। একপ্রান্ত আগলে লড়াই চালিয়ে যাওয়া নিসাঙ্কা তুলে নেন দারুণ সেঞ্চুরি। তিনি ১০৭ রানে আউট হলে লঙ্কানদের সংগ্রহ থামে ২০২ রানে।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা ভারতীয় ওপেনার শুভমান গিল ব্যর্থ হলেও (৪), অভিষেক খেলেন ইনিংস সেরা ৬১ রান। ৮ চার ও ২ ছক্কায় সাজানো তার ইনিংসেই ভর করে শক্তিশালী স্কোর গড়ে ভারত। সঞ্জু স্যামসন যোগ করেন ৩৯ রান, অধিনায়ক সুরিয়াকুমার ১২ এবং আক্সার প্যাটেল অপরাজিত থাকেন ২১ রানে।
ম্যাচ টাই হয়ে যাওয়ায় খেলা গড়ায় সুপার ওভারে। সেখানে মাত্র ২ রান তুলতেই ২ উইকেট হারায় শ্রীলঙ্কা। জবাবে মাত্র একটি বল খেলেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।
আগামী রোববার (২৯ সেপ্টেম্বর) একই ভেন্যুতে আসরের মেগা ফাইনালে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।