ঢাকা বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

 গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হিরো আলম

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৫, ০২:০০ পিএম
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হিরো আলম। ছবি- সংগৃহীত

বগুড়ার আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। 

বর্তমানে তিনি বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ অ্যান্ড রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে চিকিৎসাধীন। 

বিষয়টি তার সহকর্মী সেলিম নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার (১৩ আগস্ট) বিকেলে বুকের ব্যথা বেড়ে গেলে হিরো আলমকে প্রথমে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হলেও গণমাধ্যম কর্মীদের ভিড়ের কারণে দুই ঘণ্টার মধ্যে তাকে অন্যত্র নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। পরে পরিবারের সদস্যরা তাকে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এর আগে স্ত্রী রিয়া মনির কাছ থেকে তালাকের নোটিশ পাওয়ার পর একাধিকবার আত্মহত্যার হুমকি দেন হিরো আলম। 

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছিলেন, ‘তালাক ও পরকীয়া মেনে নিতে পারলাম না। এবার সত্যিই মারা যাব।’ তবে সন্তান ও পরিবারের অনুরোধে সে সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি।

কিছুদিন আগেও স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন হিরো আলম। পরে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ওঠেন। যদিও এরপর আবারও দাম্পত্য কলহ শুরু হয় তাদের মধ্যে।

হিরো আলমের অভিযোগ, তার স্ত্রী রিয়া মনি পরকীয়ায় জড়িয়েছেন। এ নিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ভিডিও ক্লিপও প্রকাশ করেছিলেন। এরপরই রিয়া মনি তালাকের ঘোষণা দেন।