বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৫, ০৫:৪১ পিএম

অবৈধ রেলক্রসিং বন্ধে বাধা, আখাউড়ায় ট্রেন আটকে দিল এলাকাবাসী

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৫, ০৫:৪১ পিএম

আখাউড়ায় ট্রেন আটকে দিল এলাকাবাসী। ছবি- রূপালী বাংলাদেশ

আখাউড়ায় ট্রেন আটকে দিল এলাকাবাসী। ছবি- রূপালী বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অবৈধ লেভেল ক্রসিং বন্ধের চেষ্টা রোধ করতে ট্রেন আটকিয়ে দিয়েছেন এলাকাবাসী।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টার দিকে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের গ্রীসনগরে এ ঘটনা ঘটে।

এতে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ও চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেন দুই ঘণ্টা সময়ের জন্য বন্ধ থাকে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আখাউড়ার মনিয়ন্দ ইউনিয়নের গ্রিশনগর এলাকায় অবৈধ লেভেল ক্রসিংটি বন্ধ করার জন্য রেলওয়ের কর্মীরা সকালেই এলাকায় পৌঁছান। খবর পেয়ে স্থানীয়রা বাধা দেন। এরপর অনেক লোক জমায়েত হয়ে রেলপথ বন্ধ না করার দাবি জানান।

এলাকাবাসীর দাবি, এই রাস্তাটি গুরুত্বপূর্ণ এবং প্রতিদিন হাজার হাজার মানুষ এই রাস্তায় চলাচল করে। রাস্তাটি বন্ধ করলে মানুষের দৈনন্দিন চলাচলে বড় ধরনের সমস্যা দেখা দেবে।

প্রসঙ্গত, গত ১৫ সেপ্টেম্বর কসবা থেকে আখাউড়া যাওয়ার পথে গ্রিশনগর রেলক্রসিংয়ে একটি সিএনজি চট্টগ্রাম থেকে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংঘর্ষে দুজন নিহত হন। এরপর রেলওয়ে কর্তৃপক্ষ ক্রসিংটি বন্ধের উদ্যোগ নেয়।

আখাউড়া রেলওয়ে থানার ওসি এস. এম. শফিকুল ইসলাম জানান, লেভেল ক্রসিংটি অবৈধ হওয়ায় কর্তৃপক্ষ এটি বন্ধ করতে আসে। তবে এলাকাবাসী এতে বাধা দেন। দুই ট্রেন সামান্য সময়ের জন্য আটকা পড়ে। বিষয়টির সমাধান করা হবে বলে এলাকাবাসীকে আশ্বস্ত করা হয়েছে।

Link copied!