রবিবার, ০২ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১, ২০২৫, ১০:৪৪ পিএম

প্রেমের টানে চীন থেকে ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১, ২০২৫, ১০:৪৪ পিএম

প্রেমের টানে...

প্রেমের টানে...

ভালোবাসার টানে সাগর-পাহাড় পেরিয়ে চীন থেকে বাংলাদেশে চলে এসেছেন এক তরুণ। প্রেমিকার দেশ, ভাষা, সংস্কৃতি—সব ভিন্ন হলেও ভালোবাসা জয় করেছে সব বাধা। চীনের হোয়ানান প্রদেশের যুবক ওয়াং তাও বিয়ে করতে এসেছেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের সুরমা আক্তারকে।

পরিবার সূত্রে জানা গেছে, আগামী রোববার (০২ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতে মুসলিম রীতি মেনে নোটারি পাবলিকের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হবে।

নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের কোনাপাড়া গ্রামের তাহের মিয়ার মেয়ে সুরমা আক্তার স্থানীয় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। অন্যদিকে চীনা যুবক ওয়াং তাও হচ্ছেন ওয়াং ইচাং চাও-এর পুত্র। হোয়ানান প্রদেশের বাসিন্দা এই তরুণ অনলাইনেই খুঁজে পান জীবনের ভালোবাসা।

প্রায় দেড় মাস আগে ‘ওয়াল টক’ নামের একটি সামাজিক যোগাযোগ অ্যাপে তাদের পরিচয় হয়। শুরুতে সাধারণ কথোপকথন হলেও দ্রুতই তাদের মধ্যে গভীর সম্পর্ক গড়ে ওঠে। দুজনের মধ্যে একে অপরকে ভালো লাগা থেকে প্রেমে রূপ নেয় সম্পর্কটা।

পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে ওয়াং তাও বিয়ের সিদ্ধান্ত নেন। পরে বাংলাদেশে আসার জন্য চীনের বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করেন। অবশেষে গত শুক্রবার (৩১ অক্টোবর) রাতে তিনি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখানে সুরমার পরিবারের সদস্যরা তাকে স্বাগত জানান এবং সোজা নাসিরনগরের বাড়িতে নেন।

চীনা যুবককে দেখতে এলাকায় সৃষ্টি হয় চাঞ্চল্যের। শনিবার সকাল থেকেই সুরমার বাড়িতে শত শত মানুষ ভিড় জমায়। কেউ ছবি তুলছেন, কেউবা ভিডিও করছেন—সব মিলিয়ে গ্রামজুড়ে যেন উৎসবের আমেজ।

নাসিরনগর থানার কুন্ডা বিট অফিসার এসআই মো. জাহান-ই-আলম বলেন, চীনা যুবক নাসিরনগরে আসার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। তার পাসপোর্ট পরীক্ষা করে নিশ্চিত হই তিনি সত্যিই চীনের নাগরিক। আমরা শুনেছি, রোববার আদালতে তাদের বিয়ে সম্পন্ন হবে।

সুরমার পরিবার জানিয়েছে, উভয় পরিবারের সম্মতি নিয়েই বিয়ের সিদ্ধান্ত হয়েছে। সুরমা ও ওয়াং তাওর মধ্যে ধর্মীয় বিষয়টি বিবেচনায় নিয়ে মুসলিম রীতি অনুসারে বিয়ের আয়োজন করা হচ্ছে। বিয়ের পর তারা ঢাকায় কিছুদিন থাকবেন এবং পরে আবার চীনে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

এ ঘটনার পর থেকে পুরো নাসিরনগর জুড়ে আলোচনার ঝড়। গ্রামের লোকজন বলছেন, প্রেমের এমন পরিণতি বিরল। আজকাল অনেক সম্পর্ক ভেঙে যায়, কিন্তু দূরদেশের মানুষ যখন ভালোবাসার টানে বাংলাদেশে আসে, সেটি সত্যিই অবাক করা।
 

রূপালী বাংলাদেশ

Link copied!