ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫

চাঁদপুরে সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১২, ২০২৫, ০২:২৭ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

চাঁদপুরে প্রথমবারের মতো সাংবাদিকতায় আগ্রহী ও যুক্ত থাকা ৬০ জনের অংশগ্রহণে ১৬ ক্লাসে মফস্বল সাংবাদিকতায় হাতেখড়ি প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।

শনিবার (১২ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সদর উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সমাপনী ক্লাসে প্রশিক্ষণ দেন যমুনা টেলিভিশনের সাবেক সিনিয়র রিপোর্টার ও নিউজ প্রেজেন্টার শাহাদাত হোসেন এবং চ্যানেল ২৪-এর সিনিয়র সংবাদ উপস্থাপক মুহাম্মদ ইমতিয়াজ।

কর্মশালাটি আয়োজন করে চাঁদপুর সাংবাদিক সমবায় সমিতি লিমিটেড। গত ২৫ এপ্রিল শুরু হওয়া এই কর্মশালাটি প্রতি শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। এতে জাতীয় গণমাধ্যমে কর্মরত অভিজ্ঞ সাংবাদিকরা বিভিন্ন বিষয়ের ওপর হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন।

প্রশিক্ষণে শুধু ক্লাসনির্ভর পাঠদানই নয়, অংশগ্রহণকারীদের গ্রুপভিত্তিক রিপোর্টিং, তথ্য যাচাই, সংবাদ উপস্থাপনা এবং ফিল্ড ওয়ার্ক বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হয়।

সমিতির সাধারণ সম্পাদক মো. মাসুদ আলম বলেন, ‘জেলার প্রত্যন্ত অঞ্চলের যারা সাংবাদিকতায় আগ্রহী কিংবা ইতোমধ্যে গণমাধ্যমে যুক্ত রয়েছেন, তারা অনেকেই কাঙ্ক্ষিত প্রশিক্ষণ পান না। তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেই এই কর্মশালার আয়োজন করা হয়।’

চাঁদপুর সাংবাদিক সমবায় সমিতির সভাপতি মুসাদ্দেক আল-আকিব বলেন, ‘আমরা কেবল সমবায় নয়, পেশাগত উন্নয়নের একটি প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করছি। সমিতির যাত্রার শুরুতেই আমরা সাংবাদিকদের দক্ষতা বাড়াতে এই প্রশিক্ষণ চালু করেছি। ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে।’

এই প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে মফস্বল সাংবাদিকতায় আগ্রহী নতুনদের মাঝে সচেতনতা, নৈতিকতা ও বাস্তব সাংবাদিকতার প্রাথমিক ধারণা গড়ে ওঠে বলে মনে করছেন আয়োজকরা।