চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুতের তারে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) বিকেল ৩টার দিকে জেলার শিবগঞ্জ পৌরসভার বড় চক দৌলতপুর মহল্লায় এই ঘটনা ঘটে।
নিহতরা ওই মহল্লার মোরসালিনের স্ত্রী মুরশিদা খাতুন (৩০) ও তার ছেলে মুজাহিদ হোসেন (৮)।
পুলিশ জানায়, বিকেল ৩টার দিকে মুরশিদা খাতুন তার ছেলে মুজাহিদকে কোলে নিয়ে বাড়ির উঠানে বিদ্যুতের তারে কাপড় শুকাতে দিতে যান। এ সময় তারা বিদ্যুতায়িত হয়ে অচেতন হয়ে পড়েন। পরে স্বজনরা তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন