ঢাকা বুধবার, ৩০ জুলাই, ২০২৫

অপহরণ করে চাঁদা দাবি, বিএনপি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৯, ২০২৫, ০৫:৫২ পিএম
বিএনপি নেতা মোকাম্মেল হক তালুকদার। ছবি- রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের পটিয়ায় এক যুবককে অপহরণ করে নির্যাতন, টাকা ও মোবাইল ছিনতাই এবং জোরপূর্বক মিথ্যা স্বীকারোক্তি নেওয়ার অভিযোগে বিএনপির নেতা মোকাম্মেল হক তালুকদারসহ ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

রোববার (২৮ জুলাই) রাতে পটিয়া থানায় মামলাটি দায়ের করেন ভুক্তভোগী মো. খায়রুল ইসলাম মুন্না (২৭)। এজাহারে ছয়জনের নাম উল্লেখসহ আরও ৭-৮ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলার প্রধান আসামি মোকাম্মেল হক তালুকদার আশিয়া ইউনিয়নের বিএনপি নেতা এবং যুবদলের সাবেক সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে আগে থেকেই ১৯টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মামলার অভিযোগে বলা হয়, গত শনিবার (২৭ জুলাই) রাত সাড়ে ৭টার দিকে পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নের বাংলাবাজার এলাকায় আকবর (কাশবন) নামের এক ব্যক্তির চায়ের দোকানে গেলে স্থানীয় যুবদল নেতা মোকাম্মেল হক তালুকদারের নেতৃত্বে একদল সন্ত্রাসী খায়রুলের ওপর অতর্কিতে হামলা চালায়। পরে তাকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে অপহরণ করে কেরিজ্জা ব্রিজ এলাকায় নিয়ে যাওয়া হয়।

সেখানে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাকে বেধড়ক মারধর করা হয় এবং ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। টাকা দিতে না পারায় তার ব্যবহৃত অপো ব্র্যান্ডের মোবাইল (মূল্য আনুমানিক ২১ হাজার টাকা) ও সঙ্গে থাকা ৯০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়। অভিযুক্তরা তাকে জোর করে ‘ছিনতাইকারী’ হিসেবে মিথ্যা স্বীকারোক্তি দিতে বাধ্য করে এবং সেটি ভিডিও ধারণ করে।

পরিবারের পক্ষ থেকে পুলিশে খবর দেওয়া হলে পটিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে গুরুতর আহত অবস্থায় খায়রুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ বিষয়ে পটিয়া থানার ওসি মো. নুরুজ্জামান বলেন, ‘ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের গ্রেপ্তারে অভিযান চলছে।’