ঢাকা বৃহস্পতিবার, ০৭ আগস্ট, ২০২৫

বৃষ্টিতে চট্টগ্রামে দেবে গেছে সড়ক, জলাবদ্ধতায় ভোগান্তি

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: আগস্ট ৭, ২০২৫, ১২:০৫ পিএম
বায়েজিদ সড়কের স্টারশিপ ফ্যাক্টরির কাছে শীতলঝর্ণা খালের ওপর একটি সেতুর কিছু অংশ ভেঙে পড়েছে। ছবি- সংগৃহীত

বুধবার (৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ সড়কদ্বীপ এবং আবাসিক এলাকা চরম ভোগান্তির মুখে পড়েছে। নগরীর দুই নম্বর গেট-অক্সিজেন সড়কের স্টারশিপ কারখানা সংলগ্ন অংশ দেবে যাওয়ায় ওই রুটে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। ফলে আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

বৃষ্টির ফলে নগরীর রাহাত্তরপুল, বহদ্দারহাট, জিইসি, মুরাদপুর, আগ্রাবাদ ও চকবাজার এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এসব এলাকার বাসাবাড়ি ও দোকানপাটে পানি ঢুকে পড়েছে, অনেক জায়গায় হাঁটুসমান পানি জমেছে।

রাহাত্তরপুল এলাকার বাসিন্দা মামুনুল হক বলেন, রাত থেকে লাগাতার বৃষ্টি হচ্ছে। আমাদের রাস্তা তলিয়ে গেছে। অফিসগামী মানুষজন জুতা হাতে নিয়ে হাঁটছেন, বাস-সিএনজি পাওয়া যাচ্ছে না, আর পেলেও ভাড়া চড়া। এই দুর্ভোগ তো ছোটবেলা থেকেই দেখে আসছি।

পিবিও আমবাগান আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৮১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শুধু সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায়ই ২৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

 টানা বৃষ্টিতে নগরীর কিছু একালায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এসব এলাকার বাসাবাড়ি, দোকানপাট পানিতে তলিয়ে গেছে।  ছবি- সংগৃহীত

টানা বৃষ্টিপাতে যানবাহনের সংখ্যাও কমে গেছে রাস্তায়। সপ্তাহের শেষ কর্মদিবস হওয়ায় সাধারণ মানুষের ভোগান্তি আরও বেড়েছে বলে জানাচ্ছেন নগরবাসী।