ঢাকা মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

পাহাড় থেকে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত লাশ উদ্ধার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১১, ২০২৫, ১০:৪১ পিএম
প্রতীকী ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গোয়ালিনী ফ্যাক্টরি এলাকায় অবস্থিত মাটি-টা ইকো রিসোর্টের পাশে পাহাড় থেকে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

সোমবার (১১ আগস্ট) বিকেলের দিকে স্থানীয় লোকজন পাহাড়ে গেলে দেখতে পান গাছের ওপর গলায় ফাঁস লাগানো অবস্থায় এক ব্যক্তির ঝুলন্ত লাশ। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ‘নিহতের পরিচয় এখনো জানা যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’