চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুর বাজারে খোলা বাজারে বিক্রির জন্য অবৈধভাবে মজুদ রাখা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র এক হাজার ২০ লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মেসার্স কামাল স্টোরের স্বত্বাধিকারী মো. ইকবালকে (৩৮) আটক করা হয়।
সোমবার (২৫ আগস্ট) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। আটক ইকবাল ধর্মপুর ইউনিয়নের রায়দার বাড়ির খায়রুল বাশারের ছেলে।
প্রশাসন সূত্রে জানা যায়, খোলা বাজারে বিক্রয় নিষিদ্ধ টিসিবির পণ্য দীর্ঘদিন ধরে মজুদ ও বিক্রি করে আসছিল প্রতিষ্ঠানটি। গোপন সংবাদের ভিত্তিতে ভোরে পরিচালিত অভিযানে তেলগুলো জব্দ করা হয়। পরে দোকান মালিককে আটক করে পুলিশ হেফাজতে দেওয়া হয়।
অভিযানে ফটিকছড়ি থানা পুলিশের সদস্যরা ছাড়াও নানুপুর ইউনিয়ন পরিষদ এবং বাজার পরিচালনা কমিটির প্রতিনিধিরা অংশ নেন।
অভিযান পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নানুপুর বাজারের মেসার্স কামাল স্টোরের একটি গুদাম থেকে খোলা বাজারে বিক্রি নিষিদ্ধ ১০২০ লিটার টিসিবির তেল জব্দ করা হয়। খোলা বাজারে টিসিবির পণ্য বিক্রির দায়ে দোকান মালিককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন