চট্টগ্রামের পটিয়ায় ইসলামী ব্যাংকের পটিয়া শাখায় লেনদেন বন্ধ ও সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। এতে অজ্ঞাতনামা ২৫০–৩০০ জনকে আসামি করা হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে মামলা দায়ের করেন পটিয়া থানার এসআই কামাল হোসেন। মামলায় সরকারি কাজে বাধা, ভাঙচুর এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।
জানা গেছে, গতকাল রোববার সকালে ব্যাংকের কর্মকর্তারা কাজে যোগ দিতে গেলে বিপত্তি ঘটে। পুনঃনিরীক্ষণ পরীক্ষায় অংশ না নেওয়ায় কর্তৃপক্ষ তাদের আইডি লক করে এবং কাজে বাধা দেয়। ক্ষুব্ধ স্থানীয় জনতা ব্যাংকের লেনদেন বন্ধ করে এবং একপর্যায়ে ব্যাংকের গেটে তালা ঝুলিয়ে দেয়।
পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে লাঠিচার্জে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ওয়াহিদুল হক রিকু, সুমন, রিপন, মামুন সিকদার, মো. সোহেল, মো. মুসা ও আবুল কাসেমসহ কয়েকজন আহত হন। সংঘর্ষে তিনজন পুলিশ সদস্যও আহত হয়েছেন।
পটিয়া থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা জানিয়েছেন, ঘটনার ভিডিও ফুটেজ, স্থিরচিত্র এবং প্রত্যক্ষদর্শীর বর্ণনার ভিত্তিতে দোষীদের শনাক্ত করা হবে। জেলা পুলিশ বড় ধরনের সংঘাত এড়াতে রিজার্ভ ফোর্স ও জলকামানসহ অতিরিক্ত বাহিনী প্রস্তুত রেখেছে।
অন্যদিকে, ইসলামী ব্যাংকের ৫,৫০০ কর্মকর্তা চাকরিচ্যুত হওয়ার আশঙ্কায় চট্টগ্রাম অধিকার আন্দোলনের ব্যানারে প্রেসক্লাব চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিএনপি, জামায়াত, এনসিপি ও গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নিয়ে চাকরির নিরাপত্তা দাবি করেন।